প্রিয়,
গ্রটার বরিশাল সোসাইটির সকল সম্মানীত সদস্য / সদস্যা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ,
বৃহত্তর বরিশাল সোসাইটির সকল সম্মানীত সদস্য/সদস্যা ভাই ও বোনদের জানানো জাইতেছে যে আগামী ২০-১০-২০২৪ তারিখ রোজ রবিবার বিকাল ৫ঃ০০ঘটিকার সময় দুই বছর প্রতি উপলক্ষ্যে এবং কার্য্যকরি পরিষদের ভর্ধিত সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় গ্রেটার বরিশাল সোসাইটির সকল সদস্য/সদস্যা ভাই ও বোনদের স্বপরিবারে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হইল।
আলোচ্য বিষয়ঃ
১।দুই বছর পুর্তিউপলক্ষ্যে একটু আনন্দ।
২।বিবিধ।
হলের ঠিকানাঃ
টোকিও-তো,সিনজুকু-কু,অকুবো২-১২-৭.
অকুবো চিএকি সেন্টার ।
তারিখঃ-২০শে অক্টোবর ২০২৪।
সময়ঃ-বিকাল ৫ঃ০০ঘটিকা।
(বিঃদ্রঃ-সকলের জন্য রাত্রের খাবারের ব্যবস্থা করা হবে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ করছি যে কে কতজন উপস্থিত থাকবেন দয়া করে একটু জানালে উপকৃত হব।)
অনুরোধক্রমেঃ
সভাপতি,
কাজী এনামুল হক ।
সাধারন সম্পাদক,
মোঃআব্দুল কুদ্দুস
গ্রেটার বরিশাল সোসাইটি জাপান।
https://maps.app.goo.gl/9aS4d62FW32WhaHr7
