কার্যনির্বাহী কমিটি

১৪ই আগষ্ট ২০২২ই: (রবিবার) সাইতামার মিসাতো-সিটিতে, গ্রেটার বরিশাল সোসাইটির সভাপতি, শেখ মঞ্জর মোর্শেদের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সোসাইটির সদস্যগণ সংগঠণের কার্যক্রম গতিশীল করার লক্ষে সোসাইটির নুতন ও পূরণ সদস্যদের নিয়ে নুতন কমিটিগঠনের দাবি তোলেন। উক্ত সভায় সংগঠণের কার্যক্রম গতিশীল করার লক্ষে, সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে কাজী এনামুল হক কে সভাপতি ও মো: আব্দুল কুদ্দুস কে সাধারন সম্পাদক করে গ্রেটার বরিশাল সোসাইটির নুতন কমিটি গঠন করা হয়।

কাজী এনামুল হক
সভাপতি

নিপু আহমেদ
সিনিয়র সহ-সভাপতি

আব্দুল কুদ্দুস (মাখোন)
সহ-সভাপতি

দেলোয়ার হোসেন দিলু
সহ-সভাপতি

রিনা নিশুওকা
সহ-সভাপতি

কাজী মমিনুল
সহ-সভাপতি

ইসালাম এমডি নজরুল
সহ-সভাপতি

মো: আব্দুল কুদ্দুস
সাধারন সম্পাদক

মাহমুদুল হাসান
যুগ্ম সাধারন সম্পাদক

ইমরান আল ইমু
যুগ্ম সাধারন সম্পাদক

তৌহিদুল ইসলাম (সামীম)
যুগ্ম সাধারন সম্পাদক

শাহাদাৎ হোসেন রুদ্র
যুগ্ম সাধারন সম্পাদক

আমিনুল ইসলাম (মামুন)
যুগ্ম সাধারন সম্পাদক

মাসুদ পারভেজ
সাংগঠনিক সম্পাদক

আক্তার হোসেন নয়ণ
দপ্তর সম্পাদক

সাইফুর রহমান
সহ-অর্থ বিষয়ক সম্পাদক

ববি রহমান
প্রচার ও মিডিয়া সম্পাদক


মহিলা বিষয়ক সম্পাদক

মইনুল হোসেন
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

মোঃ নুরনবী রিপন
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

উপদেস্টা মন্ডলী সদস্য

শেখ মঞ্জর মোর্শেদের
উপদেষ্টা

ইয়াকুব নবী
উপদেষ্টা

নাসিমুছ সালেহীন
উপদেষ্টা