About US
বৃহত্তর বরিশাল সোসাইটি জাপান” Greater Barisal society in Japan “নামে ২০০৮ সালে প্রতিষ্টিত হয় । এটি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে এবং জাপানের প্রচলিত আইনে মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনা করে, সদস্যদের আপদে বিপদে সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করা এবং প্রয়োজনবোধে আর্থিক ও আইনানুগ সাহায্য ও সহযোগিতা প্রদান করা। জাপানে অবস্থিত বাংলাদেশী দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের শিশুদের জন্য শিল্প সাহিত্যের উন্নয়ন ও শিক্ষা সংস্কৃতি বিকাশ এবং বাংলাদেশে বা জাপানের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ/দুঃস্থ মানুষের সেবা করা ছাড়াও বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর বরিশালের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করার লক্ষে প্রতিষ্টিত করা হয় । অত্যন্ত আনন্দের বিষয় যে, সংস্থাটি ২০২৪ সালের জানুয়ারিতে একটি NPO হিসাবে জাপান সরকারের কাছে থেকে নিবন্ধন পেয়েছে ।
২০০৮ সালে মে মাসে নিন্মের উল্লেখিত প্রতিষ্টাতা সদস্যগণ শেখ মঞ্জর মোর্শেদ, কাজী এনামুল হক,নিপু আহমেদ,আব্দুল কুদ্দুস (মাখোন),রিনা নিশুওকা , মো: আব্দুল কুদ্দুস সহ অন্যান্যরা উপস্থিত থেকে সংস্থাটির একটি আংশিক কমিটি গোষণা করেন।
উপস্থিত সদস্যগণ জনাব শেখ মঞ্জর মোর্শেদ কে সভাপতি ও কাজী এনামুল কে সাধারণসম্পাদক ও জনাব আব্দুল কুদ্দুস (মাখোন)কে সাংগঠনিক সম্পাদক এবং নিপু আহমেদ কে সিনিয়র সহ -সভাপতি করে সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়।
সর্বশেষ ১৪ই আগষ্ট ২০২২ই: (রবিবার) সাইতামার মিসাতো-সিটিতে, গ্রেটার বরিশাল সোসাইটির সভাপতি, শেখ মঞ্জর মোর্শেদের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সোসাইটির সদস্যগণ সংগঠণের কার্যক্রম গতিশীল করার লক্ষে সোসাইটির নুতন ও পূরণ সদস্যদের নিয়ে নুতন কমিটিগঠনের দাবি তোলেন। উক্ত সভায় সংগঠণের কার্যক্রম গতিশীল করার লক্ষে, সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে কাজী এনামুল হক কে সভাপতি ও মো: আব্দুল কুদ্দুস কে সাধারন সম্পাদক করে গ্রেটার বরিশাল সোসাইটির নুতন কমিটি গঠন করা হয়।
