বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয়,
বৃহত্তর বরিশাল সোসাইটির সকল সম্মানীত সদস্য/সদস্যা আসসালামু আলাইকুম ।
শত ব্যস্ততার মাঝে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ২০২৪-০৮-৩১ তারিখ রোজ শনিবার রাত্র ৯ঃ০০ঘটিকার সময় এক Viber মিটিং এর আয়োজন করা হয়েছে ।উক্ত মিটিং এ আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
আলোচ্যবিষয়ঃ
১।বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য প্রসংগে।
২।কার্য্যকরি পরিষদের বর্দিত সভা প্রসংগে।
৩।বিবিধ।
অনুরোধক্রমেঃ
কাজী এনামুল হক
সভাপতি
ও
মোঃ আব্দুল কুদ্দুস
সাধারন সম্পাদক
বৃহত্তর বরিশাল সোসাইটি জাপান ।
