বিসমিল্লাহির রহমানির রহিম।

প্রিয়,
বৃহত্তর বরিশাল সোসাইটির সকল সম্মানীত সদস্য/সদস্যা আসসালামু আলাইকুম ।
শত ব্যস্ততার মাঝে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ২০২৪-০৮-৩১ তারিখ রোজ শনিবার রাত্র ৯ঃ০০ঘটিকার সময় এক Viber মিটিং এর আয়োজন করা হয়েছে ।উক্ত মিটিং এ আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।

আলোচ্যবিষয়ঃ
১।বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য প্রসংগে।
২।কার্য্যকরি পরিষদের বর্দিত সভা প্রসংগে।
৩।বিবিধ।

অনুরোধক্রমেঃ
কাজী এনামুল হক
সভাপতি

মোঃ আব্দুল কুদ্দুস
সাধারন সম্পাদক
বৃহত্তর বরিশাল সোসাইটি জাপান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *